আসসালামু আলাইকুম। আদর্শ মডেল একাডেমি একটি স্বপ্ন, যেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ, নৈতিকতা ও আধুনিক জ্ঞান দ্বারা আলোকিত করার জন্য গড়ে তোলা হয়েছে। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষার আলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতেই আমাদের নিরলস প্রচেষ্টা। আমি প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যাঁদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এ যাত্রাকে শক্তিশালী করেছে। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের পথে পরিচালিত করুন।